ইসরোর চন্দ্রযান তিন অবশেষে চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছে। শনিবার সন্ধ্যায় চন্দ্রযান তিন নির্বিঘ্নে চন্দ্রের কক্ষপথে প্রবেশ করেছে। গোটা দেশ ঠিক এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। এবারে ধীরে ধীরে গন্তব্যের দিকে এভাবে কারণ পৃথিবীর তুলনায় চাঁদের আকর্ষণ বল ছয়গুন কম। চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিল আমেরিকান নীল আর্মস্ট্রং। শনিবার তার ৯৩ তম জন্মবার্ষিকী।
চন্দ্রযান দিনের প্রাথমিক গন্তব্য চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরে। আর তারপরেই অপেক্ষা করে আছে ইসরোর সবচেয়ে কঠিনতম সময়। ২৩ শে আগস্ট সন্ধে পাঁচটা ৪৭ মিনিট নাগাদ রোভার প্রোগ্রামকে পেটের ভিতর নিয়ে পাখির পালকের মতন অবতরণ করেছে। চার বছর আগে ঠিক এই পজিশনে এসেই ব্যর্থ হয়েছিল চন্দ্রযান ২।
ল্যান্ডের বিক্রমের চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩ এর নামার কথা। সেই অভিযান যদি সফল হয় তাহলে এক নতুন ধরনের মাত্রা পাবে চন্দ্রযান ৩। আমেরিকার রাশিয়া চীনের পর সকল ভাবে চন্দ্রযানের সফলতা পাবে ভারত। গত ১৪ জুলাই দুপুর দুটো নাগাদ ৩৫ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশে শ্রী হরি কোটার সতীশ ধাওয়ানের স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।