সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বাংলা ছবি ও অনেক স্মার্ট হয়েছে। অনেক উন্নত হয়েছে বাংলা ছবির পোস্ট প্রোডাকশন। এবারে বাংলা ছবিতে এক বিশেষ উন্নত মানের ক্যামেরা প্রবেশ করল। আর এই উদ্যোগের নেপথে রয়েছেন স্বয়ং জিৎ।
এই মুহূর্তে জিৎ এর প্রযোজনা সংস্থার অধীনে সৌভিক কুন্ডু ছবির শুটিং করেছেন। এর আগেই পরিচালক জানিয়েছেন জিৎ এবং রুক্মিণী মৈত্র অভিনীত বুমেরাং ছবিটি গল্প বিজ্ঞানের ওপর তৈরি করা হয়েছে। ছবিতে রয়েছে প্রচুর জটিল দৃশ্য থেকে শুরু করে নাটকীয়তা হাজির করতে চাইছেন পরিচালক। সেই জন্যেই এই ছবির নির্মাতারা সিনে বট ক্যামেরায় শুটিং করেছেন।
শুধু এখানেই শেষ নয় ছবিতে স্টান্টের জন্য যে বাইক ব্যবহৃত হয় ইউনিট ফিউচারেস্টিক বাইক বলে ব্যবহৃত করা হচ্ছে। জিতের কথা অনুযায়ী সে সবসময় দর্শকদের কাছে নতুন কিছু আনতে চায়। এই নতুন বাইকের অভিজ্ঞতা আশা করছে দর্শকদের বেশ পছন্দ হবে।