প্রথম ভাগের মধ্যে দিয়েই দর্শকদের মনে সাড়া জাগিয়েছিল ওয়ান্ডার ওম্যান। নতুন রূপে প্রকাশ্যে এসেছিল ডিসি স্টুডিওস জেমস গান ও পিটার সাফ্রনের তত্ত্বাবধানে। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত গাল গডোট অভিনীত এই ছবিটি দর্শকদের মনে এক উন্মাদনা সৃষ্টি করেছিল। ডায়না প্রিন্স তথা ওয়ান্ডার ওম্যানের চরিত্রে তার অভিনয় ছিল বেশ নজর কারা।
প্রথম ছবির সাফল্যের পর ২০২০ সালে মুক্তি পায় ওয়ান্ডার ওমান ১৯৪৮। প্রথম ছবির ফ্র্যাঞ্চাইজের পর দ্বিতীয় ছবি পরিচালনা করেছিলে প্যাটি জিনকিনস। যদিও প্রথম ছবির মতন এই ছবি অতটা সাফল্য পাইনি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সোনা গিয়েছিল প্রথম ছবির সাফল্যের পর দ্বিতীয় ছবির এমন ব্যর্থতায় ফ্রাঞ্চাইজি এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছিল ডিসি স্টুডিওজে।
সম্পদের সাক্ষাৎকার অভিনেত্রী জানান সবাই কোমর বেঁধে নেমেছেন তৃতীয় ফ্রাঞ্চাইজের জন্য। এই মুহূর্তে হলিউডের ধর্মঘটের জেরে একাধিক কাজ অচল হয়ে পড়েছে। জ্ঞানের কথায় তিনি ওয়ান্ডার ওমেন চরিত্রটি পড়তে তিনি খুবই ভালোবাসেন ইতিমধ্যেই জেমস ও ফিটার চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করে দিয়েছে।