দুঃসংবাদ মিলেছে বুধবার সকালেই। প্রয়াত হয়েছেন বলিউডের নামজাদা শিল্পী পরিচালক নিতিন দেশাই। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন আর সেই সন্দেহকেই সীলমোহর দিয়েছে পোস্টমর্টেম রিপোর্ট। শিল্পীর মাথার ওপরে ২৫২ কোটি টাকার দেনা ছিল। এমনকি তার ধার শোধ করতে তার এনডিও স্টুডিও কে বন্ধ রাখতে হয়েছিল। আর্থিক অনটনের সঙ্গে আর আর বুঝতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
বিনোদন জগতের অধিকাংশ শিল্পীদেরকে বাধ্য করে এই চরম সিদ্ধান্ত নিতে আর্থিক সংকটের জন্য। এমনটাই দাবি করেছেন বলিউডের অন্যতম খ্যাতনামা পরিচালক হনশল মেহতা। সমাজ মাধ্যমের পাতায় সেই নিজের অন্ধকার জীবনের কথা তুলে ধরেছেন। তিনিও অবসান গ্রস্থ হয়ে পড়েছিলেন এক সময় কিন্তু সৌভাগ্যবশত তখন কিছু আত্মীয় এবং বন্ধুকে পেয়েছিলেন যাদের সঙ্গে তিনি কথা বলতে পারতেন।
বিগত কয়েক দশক ধরে নিজের হাতে ক্যামেরা নেপথে জগত তৈরি করেছিলেন। দেবদাস, লগন, হাম দিল দে চুকে হে সানাম, জোধা আকবরের মতন ছবিগুলি সেট তার হাতে ছোঁয়াতেই জীবন তো হয়ে উঠেছিল। এমনকি অর্জন করেছিলেন জাতীয় পুরস্কারও। তা সত্ত্বেও আর্থিক অনটনের জন্যই এমন সিদ্ধান্ত বেছে নিতে হলো তাকে।