ছবিমুক্তি বাকি আর মাত্র ১০ দিন। মাত্র এই কদিন আগে কলাকুশলীরা সাধারণত ব্যস্ত থাকেন ছবির প্রচারে। কিন্তু অক্ষয় কুমারের ওএমজি ২ এর ক্ষেত্রে ঘটলো অন্য ঘটনা। এতদিন ধরে সেন্সর বোর্ডের জাঁতাকলে এই ছবিটি আটকে ছিল। সমস্ত টানাপোড়নের পরে সেন্সর বোর্ডের তরফ থেকে ছবি মুক্তি ছাড় পায় ওএমজি ২। এই ছবিকে ইউ এর বদলে পাল্টে এ দিয়ে ছাড়পত্র দিলেও শোনা যাচ্ছে সেন্সর বোর্ড ২৫ থেকে ২৭ জায়গায় কাঁচি চালিয়েছে এই ছবির।
২০১২ সালে মুক্তি পেয়েছিল ওএমজির পার্ট ওয়ান ছবিটি সেখানে শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয়। এবারে মহাদেবের ভূমিকায় অভিনয় করতে চলেছেন ওএমজি টু তে। আর সেই ছবির দৃশ্য সংলাপ সমস্তটাই খুটিয়ে দেখে নিয়েছেন সেন্সর বোর্ড কোন অনুরাগীদের ভাবা বেগে যেন আঘাত না করে সেই দিকে লক্ষ্য রাখছেন সেন্সর বোর্ড।
ওএম জিটু নিয়ে চুল ছেড়া বিশ্লেষণ কেন সেন্সর বোর্ডের? সংলাপ থেকে শুরু করে পোশাক আশার মেকআপ সমস্তটাই খুঁটিয়ে দেখছে সেন্সর বোর্ড। আদিপুরুষের পুনরাবৃত্তি মোটেই চায়না সেন্সর বোর্ড আর। কারণ আদি পুরুষের কিছু সংলাপ এবং দৃশ্য নিয়ে মুখ পুড়েছে শুধুমাত্র তাদেরই।