প্রতিবছর মহানায়ক কে প্রয়াণ দিবসে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মহানায়ক সম্মান দেয়া হয় তারকাদেরকে। এ বছরও তা অন্যথা হয়নি এবছরের সম্মান পেয়েছেন শুভশ্রী শ্রাবন্তী অঙ্কুশ জানিয়ে যা নিয়ে কটাকে শিকার হতে হয়েছে তারকাদের এমনকি পশ্চিমবঙ্গ সরকারকেও। এই খবর অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ঝড় উঠে গিয়েছে রীতিমত।
অঙ্কুশ পোস্ট করে লিখেছে এই সামান্য অভিনেতাকে মহানায়ক পুরস্কার দেওয়ার জন্য ধন্যবাদ। আমি জানিয়েছেন তাকে আরো পরিশ্রম করতে হবে এই সম্মানে যোগ্য হয়ে ওঠার জন্য। এবারে অঙ্কুশের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এক সংবাদমাধ্যমিক প্রশ্ন করা হলো তিনি জানিয়েছিলেন তার স্কুলিং বর্ধমান থেকে তারপর বিবিএ ভর্তি হয়েছিলেন তারপর ইঞ্জিনিয়ারিং ও করেছেন।
একের পরেই তিনি বলে বসেন ইঞ্জিনিয়ারিং এ তিনি একশ রান করেছিলেন ব্যাস তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে ট্রোলিং। যদিও তিনি জানান ভালো রঅ্যাঙ্ক করেও তিনি কলকাতায় চান্স পাননি। কিন্তু তিনি চেয়েছিলেন কলকাতায় কিছু করতে তাই তিনি কলকাতায় চলে এসেছিলেন।