স্টার জলসার অন্যতম চর্চিত একটি ধারাবাহিক হলো গুড্ডি।গুড্ডি এবারে অঙ্কুশের ছোট ভাইকে অনুরোধ করেছে যেন সে তার দাদার হয়ে এই কেসটা লরে কিন্তু সে জানিয়ে দেয় তার দাদা অপরাধমূলক জগতের সঙ্গে যুক্ত সে তার ক্যারিয়ার কোনভাবেই খারাপ করতে পারবে না।
তাই গুড্ডি জানালো এবারে গুড্ডি অঙ্কুশের হয়ে দাঁড়াবে কোটে।এবারে কোর্টে মুখোমুখি হয়েছে গুড্ডি এবং রিতাভরি। সেখানে গুড্ডি জানাই সেই লড়বে অঙ্কুশের হয়। রিতাভরি সমস্ত রকম মিথ্যের জন্য প্রস্তুত।
গুড্ডি আদালতকে জানায় সে একাই লড়বে অঙ্কুশের হয় সে অঙ্কুশের সম্বন্ধে জজ সাহেবকে জানায় ঠিক তখনই তার প্রতিপক্ষ উকিল বারবারই তাকে বাঁধা দেয়। গুড্ডি তখন বলে এটাই কি নিয়ম আদালতের। সে বারবার কেন তাকে বাধা দিচ্ছে তার অঙ্কুশ একজন নিরাপরাধ ব্যক্তি।