নন্দনে চলছে পঞ্চম বাংলাদেশের চলচ্চিত্র উৎসব। বীর কন্যা, প্রীতিলতা, লাল শাড়ি, গেরিলা, দামাল সহ দেখানো হবে মোট 23 টি ছবি। সেই জন্যই শহরে এখন দেখা যাচ্ছে বাংলাদেশের বেশ কয়েকজন পরিচিত মুখ। অপু বিশ্বাস নুসরাত ফারিয়া মতন শরিফুল রাজ ফেরদৌসকে দেখা গিয়েছে কলকাতার। শরিফুল শনিবার রাতে সিনেমা দেখতে এসেছিলেন। এদিকে কলকাতায় এসেই ঘটে গিয়েছে বিপত্তি, তিনি তার ফোন হারিয়ে ফেলেছেন।
এই ঘটনার পরে রাজ কার সঙ্গে প্রথম যোগাযোগ করতে চেয়েছে? ফোন হারানোর পরেই অভিনেতা প্রথমে স্ত্রী পরিমনির সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন। ওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান রাজেশ সবসময় তাকে মনে পড়ে না কোন দরকার হলে তিনি তার সঙ্গে যোগাযোগ করেন।
রাজ এসে অনেক জায়গায় আগামী গাতেই পরীকে মিস করছে বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে পরিমনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনিই জানান ভালোবাসি কথাটা অনেক জায়গাতেই শুনেছি, কিন্তু শুধু মুখে ভালোবাসি বললেই তো হয় না কাজে করে দেখাতে হয়।অভিনেত্রী আপাতত ব্যস্ত ছেলেকে বড় করাকে নিয়ে। আগামী ১০ ই আগস্ট ছেলের এক বছর হতে চলেছে।