স্টার জলসা অন্যতম এক চর্চিত ধারাবাহিক হল এক্কাদোক্কা।এবারে সামনে এলো কমলিনের পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চার বাবা হল অনির্বাণ। রাধিকা শ্বশুরবাড়ি থেকে চলেই যেতে চাইছে কিন্তু তার পিসি রাধিকাকে হাতজোড় করে থাকার অনুরোধ করছে।
রাধিকার বাবা রাধিকাকে জানায় সে কাচ ও হিরে মধ্যে চিনতে ঠিক এখনো পারছে না রাধিকার বাবা স্পষ্টভাবে জানালো অনির্বাণ হিরে। তার সাথে যেন সুন্দর করে সাজায়।অনির্বাণ ও রাধিকার বৌভাতের দিন আবারো কমলিনি শুরু করে দিয়েছেন নতুন চাল। অতিষ্ঠ হয়ে রাধিকা এবারে আইনিপথে চলতে শুরু করবে বলে জানিয়ে দিয়েছে সকলকে।
বৌভাতের দিন রাধিকা কোনোমতেই আর কোন ধরনের অনুষ্ঠান পালন করতে চাইছে না। তাকে এত বোঝানো সত্বেও সে মানতে পারছে না অনির্বাণকে আর। রাধিকার দিদি তখন জানালো তাহলে ফুলশয্যা যখন এখনো হয়নি, তাহলে এক্ষুনি তাদের সঙ্গে সে যেন বাড়ি চলে আসে।