টাইটানিক এত তারকার এমনিতেই এক নারীর উপর মন টেকে না। এমনিতেই বেশ কয়েকদিন ধরে প্রেম জীবন নিয়ে চর্চা চলছিল অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। তার থেকে কুড়ি বছরের ছোট ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ মডেল নীলাম গিলে প্রেমে পড়েছেন।
বেশ কয়েক মাস ধরেই একসঙ্গে তাদেরকে ঘুরতে দেখা গিয়েছে। এই ঘটনার সূত্রপাত হয়েছিল কান চলচ্চিত্র উৎসব থেকে। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল তাদের সম্পর্কে এবারে মুখ খুললেন নীলাম।
তাদেরকে কয়েক মাস আগে ইতালির সার্ডিনিয়ার একান্তে ইয়েটে সূর্য স্নাত হতে দেখা গিয়েছে। এবারে লিওনার্দোর প্রসঙ্গে নিলাম তার ইনস্টাগ্রাম স্টরি তে সাফ জানিয়ে দিলেন তারা শুধুই বন্ধু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা দুজনে প্রেমিক-প্রেমিকা নয় তারা ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্কে আছেন তিনি আশা রাখবেন যে এবারে কেউ তাদের সম্পর্কে কোন গুজব ছড়াবেন না।