কলিমুদ্দিনের এবারে পার্টির ছাত্র সংগঠনের মুখ বদলের প্রচেষ্টা। এবারে চিন্তাভাবনা শুরু হয়েছে এসএফআইয়ের রাজ্য নেতৃত্বে নতুনদের জায়গা করে দেওয়া। যতদূর সম্ভব আগামী বছর জানুয়ারি মাসে এসএফআইয়ের সংগঠন হওয়ার কথা। সেখানেই ছাত্র সংগঠনের নতুন মুখ এবং সভাপতি দেখতে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং সভাপতি প্রতিকুর রহমানকে রাজ্য সম্পাদক পর থেকে সরানো হবে। তারা দুজনই অবশ্য পার্টির কাছে নতুনদের আনার সওয়াল করেছে। ছাত্র সংগঠনের দায়িত্ব তারা দুজনেই ছাড়তে চাইছেন। আগামি জানুয়ারি মাসে ১৫ থেকে ৩১ তারিখের মধ্যে এসএফআইয়ের রাজ্য সম্মেলন হওয়ার কথা। তবে তা কোথায় হবে এখনো ঠিক হয়নি।
সেজন্যই লোকসভা ভোটের আগে সিপিএম ছাত্র সংগঠনের রদবদল করে ফেলতে চাইছে। সেপ্টেম্বরে বর্তমান এসএফআইয়ের রাজ্য কমিটির মেয়াদ শেষ হচ্ছে। দু’বছর অন্তর অন্তর এই সম্মেলন হয়ে থাকে। সূত্রের মাপার খবর মিলেছে পরবর্তী রাজ্যসভার সম্পাদক এবং সভাপতির দায়িত্বে নাম উঠে এসেছে দেবাঞ্জন দে এবং রিজুরেক দাশগুপ্ত। পড়ে যারা আসবে তাদের যোগ্যতা দেখায় নেওয়া হবে।