কর্মজীবনের দীর্ঘ পথচলা, দু’বার বিবাহবিচ্ছেদ। সদ্যই ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছেন আমির খান। এ বার কি নিজেও জীবনের নতুন অধ্যায়ে পা দিতে চললেন অভিনেতা তথা পরিচালক-প্রযোজক! হ্যাঁ, ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন কিছুটা এমনই। নতুন করে নাকি প্রেমে পড়েছেন তিনি। মনের মানুষ কি চর্চিত প্রেমিকা ফতিমা সানা শেখই?
২০২১ সালে কিরণ রাওয়ের সঙ্গে আমিরের দ্বিতীয় বিবাহবিচ্ছেদের পর থেকে একাধিক বার ফতিমার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতার। তবে এখন শোনা যাচ্ছে অন্য কথা। সূত্র বলছে, বেঙ্গালুরু নিবাসী এক নারীকে মন দিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।
এখানেই শেষ নয়, পরিবারের সকলের সঙ্গে আলাপ পর্ব সেরে ফেলেছেন তাঁরা। তবে কি এ বার তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান? যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও সবুজ সংকেত মেলেনি আমিরের পক্ষ থেকে। ব্যক্তিগত জীবনকে আপাতত ব্যক্তিগতই রাখতে চান তিনি।
উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনা দত্তের সঙ্গে প্রথমবার গাঁটছড়া বাঁধেন আমির। এর পর অভিনেতার জীবনে আসেন পরিচালক কিরণ রাও। যদিও তাঁর সঙ্গেও সম্পর্কের আয়ু চিরজীবনের নয়। এর পর আমিরের সঙ্গে নাম জড়ায় ‘দঙ্গল’ ও ‘ঠগস অফ হিন্দোস্তান’ খ্যাত নায়িকা ফতিমার। শোনা গিয়েছিল, ছবিতে একসঙ্গে কাজ করার সময় নাকি একে অপরের প্রেমে পড়েন তাঁরা। যদিও সেই সবই এখন অতীত। আমিরের জীবনের নতুন ইনিংসের দিকে তাকিয়ে অনুরাগীরা।