মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ বুদ্ধবাবুকে দেখতে যাচ্ছেন হাসপাতালে। ইতিমধ্যেই তিনি ফোন করে খোঁজ নিয়েছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস হাসপাতালে পৌঁছে গিয়েছেন। রাজ্যপাল দ্রুত আরোগ্য কামনা করছেন। চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। কেমন আছেন এখন তিনি?
অনেকটাই নেমে গিয়েছিল রক্ত অক্সিজেনের মাত্রা। হঠাৎ করেই কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে গিয়েছিল। দুপুরে তড়িঘড়ি করে তাকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি অক্সিজেন দেওয়া শুরু হয়ে গিয়েছে। ১৫ মিনিট টানা সিস্টেমে রেখে তার চিকিৎসা চালানো হয়। চিকিৎসার ফলে চোখ মেলে তাকিয়ে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। কোন রকম ভেন্টিলেশন ছাড়াই তিনি অক্সিজেন নিতে পারছেন।
হাসপাতাল সূত্রের খবর ৬ জন মেডিকেল টিমের সদস্যদের বোর্ড বসেছে। তাদের মধ্যে তিনজন চিকিৎসক আগেও বুদ্ধবাবুকে দেখেছেন। হাসপাতালে চিকিৎসায় এখন তিনি বেশ খানিকটা ভালো আছেন।