মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই হতে পারে আগামী ২৫ থেকে ২৬ শে আগস্ট ইন্ডিয়ার বৈঠক। ইতিমধ্যেই জানা গিয়েছে তৃণমূল নেত্রীর কাছে বিরোধী দল নেতাদের একাংশ বার্তা পাঠিয়েছেন। তারিখ চূড়ান্ত হবে জোটের নেতা-নেত্রীদের সম্মতি পেলেই। বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের আয়োজনে গত ২৩ শে জুন পাটনায় বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতারা প্রথম বৈঠক করেছিলেন।
ঠিক তারপরে ১৭ থেকে ১৮ই জুলাই যোগ দিয়েছিলেন মোট ২৬ টি দল কংগ্রেস শাসিত কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে। সেই জোটের নতুন নামকরণ করা হয় ইন্ডিয়া নামে। তার সঙ্গে সঙ্গেই আবার কার্যত মুছে যায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউ পি এ জোটের অস্তিত্ব।
তবে সেই নয়া জোটে এখনো কোনো চেয়ারপার্সনের নাম ঘোষণা করা হয়নি। আগের ইউ পি এর চেয়ারপার্সন হিসেবে ছিলেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খঙ্গে বেঙ্গালুরুর বৈঠক শেষে জানিয়েছিলেন মহারাষ্ট্রের পরবর্তী বৈঠকে ইন্ডিয়ার ১১ জন সদস্যকে নিয়ে পরবর্তী বৈঠক গঠন করা হবে।