রাজ্যে ডেঙ্গু নিয়ে উদ্বেগ ক্রমশই বেড়ে চলেছে।ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়ে গিয়েছে। তাদের মধ্যে রয়েছে একজন শিশু। স্বাস্থ্য ভবনে এই মুহূর্তে একাধিক বৈঠক করে ডেঙ্গু মোকাবেলায় একাধিক পদক্ষেপ নিয়েছে। জেলাশাসকদের সঙ্গে বৃহস্পতিবার মুখ্য সচিবের বৈঠক হয়েছে। সেই বৈঠকে রিপোর্ট আশা নিয়ে পর্যালোচনা হয়েছে। রোগ চিহ্নিত এবং চিকিৎসায় একটি নতুন নিয়ম জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার দিন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন,” বাংলাদেশ থেকে এখন দেখব ছড়াচ্ছে। এভাবে রোগ ছড়িয়ে পড়লে কী করা যায়? কাউকে তো ঢুকতে বারণ করতে পারিনা। তবে সীমান্তবর্তী এলাকা নজরদারি আরো বাড়াতে হবে। সীমান্তবর্তী এলাকাতেই পরীক্ষা-নিরীক্ষা করে কারো শরীরে যদি জীবাণু পাওয়া যায় তাহলে তাকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন করাতে হবে।
শুধু ডেঙ্গু নয় মশা বাহিত অন্যান্য রোগে মানুষের মৃত্যু হচ্ছে। যেমন কালনার দেব কুমার ঢালির মৃত্যু হয়েছে। তার ডেঙ্গু এবং ম্যালেরিয়া রিপোর্ট নেগেটিভ হলেও এনকেফেলাইটিসে আক্রান্ত ছিলেন তিনি। রিপোর্ট মারফত জানা গিয়েছে এই মুহূর্তে ৫০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ডেঙ্গুনিয়া ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে আবারো।