২০০১ সালে অনিল শর্মা পরিচালিত গদর মুক্তি পেয়েছিল। দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল ভারতের তারা সিংহ এবং পাকিস্তানের সাকিনার প্রেম। বক্স অফিসে বেশ ভালো ফল করেছিল এই ছবিটি।তার প্রায় ২২ বছরের মাথায় আবারো বেরিয়েছে তার দ্বিতীয় ভাগ। আবারো গদর টু তে অনিল সানি এবং আমিশাকে ফিরিয়ে নিয়ে এসেছে।
সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ছবির প্রথম ঝলক। মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে অনুষ্ঠান চলাকালীন সানি মঞ্চে উঠে এক বেফাস মন্তব্য করেছেন। ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের দিন তারা সিংহ হিসাবেই এবং সকিনা হিসেবে এসেছিলেন সানি এবং আমিশা। ভারত এবং পাক সম্পর্কে কথা বলতে গিয়ে সানি বলেছেন,” দুই তরফেই ভালোবাসো অফুরন্ত। দুই দেশের মধ্যে যে অবিরত রাজনৈতিক খেলা চলে, সেই কারণেই ঘৃণার উদ্রেক।” তিনি আরো বলেন,”এই ছবিতে দেখানো হয়েছে দুই দেশের মানুষেরাই কোন রাজনৈতিক দ্বন্দ্বে চান না।”
এই মন্তব্য কে ঘিরে সমাজ মাধ্যমের পাতায় শুরু হয়েছে নানা রাজনৈতিক আলোচনা। অভিনয়ের পাশাপাশি কয়েক বছর আগেও অবশ্য সানি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। ২০১৯ সালে ভারতীয় জনতা পার্টির তথা বিজেপিতে যোগদান করেছিলেন। বর্তমানে সানি বিধায়ক।