বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক ঐক্য নিয়ে আলোচনা চলতেই থাকে। নিন্দুকদেরকে বৃহস্পতিবার বাংলা ইন্ডাস্ট্রি কী পাল্টা জবাব দিল? দুর্গের রহস্য ও ব্যোমকেশের ট্রেলার দেখেই অনেকেই সেই কথা মনে করছেন। ব্যোমকেশ নিয়ে দেব এবং সূজিৎ দুই শিবিরে পেস্ট টক্কর চলেছে কয়েক মাস ধরে।
একদিকে যেমন ব্যোমকেশ এর জন্য বড় পর্দায় হাজির হচ্ছেন দেব অন্যদিকে ওয়েব সিরিজ এর জন্য আসছেন সৃজিত। তারপরেই সোনা গিয়েছিল শ্রীজিতের পরিচালনায় দেব অভিনয় করতে চলেছেন।তার ফলে বোঝা গিয়েছিল কিছুটা হলো বিবাদ মিটেছে। কিন্তু দেবের ব্যোমকেশ এর ছবির ট্রেলার প্রকাশনা উপস্থিত ছিলেন সৃজিত অ্যান্ড কো। এই দৃশ্য সত্যিই বিরল। এটা অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল।
বাংলা ইন্ডাস্ট্রিতে সচরাচর এই জাতীয় জিনিস দেখা যায় না যেখানে একই কন্টেন্ট তৈরি হচ্ছে। দুই মাধ্যমে আর দুটি মুক্তি পাবে খুব কাছাকাছি সময়। দেবকে ব্যোমকেশ হিসেবে দেখে অনির্বাণের কেমন লাগছে তিনি তা জানালেন। তিনি বললেন যখনই তিনি শুনেছেন দেবজ্ঞেশ হচ্ছে তখন থেকেই একটা আলাদা কৌতুহল বেড়েছিল দর্শ ক আরো অন্যরকম ভাবে একজন ব্যোমকেশকে পাবে।