অভিনব প্রতিবাদ দেখালো সংসদ বাদল অধিবেশনের ষষ্ঠ দিনে মনিপুর কান্ড নিয়ে। বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া সংসদেরা বৃহস্পতিবার কালো কোট পড়ে মনিপুর কাণ্ডের প্রতিবাদে সংসদে এলেন। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খঙ্গে, তৃণমূলের দুই পক্ষের নেতা ডিরেক্ট ও ব্রাইউন এবং লোকসভার বৃহত্তম বিরোধীদল কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী সহ বিরোধী নেতারা প্রতিবাদ জানিয়েছেন।
সেই অধিবেশন শুরুর আগে তারা গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ জানাতে শুরু করেন। তারা স্লোগান তোলেন মনিপুর কাণ্ডে প্রধানমন্ত্রী বিবৃতি নিয়ে। উত্তর পূর্বাঞ্চলের বিজেপি শাসিত রাজ্যে ক্রমাগত হিংসা এবং নারী নির্যাতন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো কোন বিবৃতি দেননি। বৃহস্পতিবার অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন,” কালো পোশাক পরে প্রতিবাদের মাধ্যমে আমরা মনিপুরী ভয়াবহ পরিস্থিতির সম্পর্কে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছি।”
বিরোধী শিবির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। যদি এখনো দিনক্ষণ ঘোষণা করেন নি লোকসভার স্পিকার ওম বিড়লা। কিন্তু কংগ্রেস এবং অন্যান্য দল দুটি নোটিশ পাঠিয়ে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে মনিপুর কাণ্ডের বিবৃতি দিতেই হবে। এই আবহে ইন্ডিয়া সরকারের বিরুদ্ধে সুর আরও চড়ালো।