পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বিধানসভার অধিবেশন রাজ্যপালের সঙ্গে সম্প্রতি নবান্নের সংঘাত চরমে উঠেছিল। এই আবহে এই রাজভবনে মঙ্গলবার দিন বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সাক্ষাতেই একেবারে ফুরফুরে মেজাজে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন দু চা খেয়েছি বিস্কুট খাইনি। সাংবাদিকরা জিজ্ঞাসা করে তিনি জানান দুটি বিল নিয়ে কথা হয়েছে রাজ্যপালের সঙ্গে।
পঞ্চায়েত ভোটের পর রাজ্য বিধানসভা নিয়ে আরো একবার চড়াও হওয়ার রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকার। যদিও ঠিকই বিল নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে তা নিয়ে কিছু স্পষ্ট করে জানাননি মুখ্যমন্ত্রী। তিনি জানান যতক্ষণ না রাজ্যপাল এই বিল পাস করছেন ততক্ষণ তারা এই ব্যাপারে কিছু বলেন না। সাংবাদিকদের তরফ থেকে জিজ্ঞাসা করা হয় উপাচার্য নিয়োগ নিয়ে কোন কথা হয়েছে কিনা তিনি জানান এই বিষয়ে কোন কথা হয়নি।
রাজু পালের সঙ্গে সম্পর্কটা খুব সুন্দর শুরু হলেও কালক্রমে তা ধীরে ধীরে তিক্ত হয়ে উঠেছিল। তা পঞ্চায়েত ভোট নিয়েই হোক কিংবা উপাচার্য নিয়োগ বারবার সংঘাতে পড়তে হয়েছিল রাজ্য সরকার এবং রাজ্যপাল কে।