কেন্দ্রীয় তরফে কলকাতা হাইকোর্ট কে জানানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী আরো ১০ দিন থাকবে রাজ্যে। রাজ্যের কোথাও গন্ডগোল হলে কেন্দ্রীয় বাহিনীর দলকে পাঠানো হবে। রাজ্যের পরিস্থিতির এমন অবস্থা দেখে। মানুষের নিরাপত্তার কথা ভেবেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সোমবার আইনজীবী টিবের ওয়াল জানান, অতিরিক্ত হলফনামায় ৪০০ জনকে নথিভুক্ত করা হয়েছে। দুই মহিলাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল তারা পঞ্চায়েত নির্বাচনে শারীরিকভাবে নিগ্রহের শিকার হয়েছে। এই প্রসঙ্গে অবসর রাজ্যের অ্যাডভোকেট সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান সব অভিযোগ মেনে নেওয়া হয়েছে। এফআইআর করা হয়েছে। তাদের কাছে 215 টি অভিযোগ দায়ের করা হয়েছে।
ডিভিশন বেঞ্চ জানিয়েছে রাজ্যে মোট ৬১৯ টি ভোটে পুনঃ নির্বাচন করা হয়েছে। সমস্ত অভিযোগ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব মহিলাদের শিরোপা এই অভিযোগ উঠেছে তাদেরকে নিরাপদে বাড়ি ফেরানোর নির্দেশ দিয়েছে। হাইকোর্ট আর স্থানীয় পুলিশকে পুরো ব্যাপারটা খতিয়ে দেখা নির্দেশ দেওয়া হয়েছে।