আর দুটো বছর পার করলেই তিনি পা দেবেন ৭০ বছরে। তার সেরা সময় কেটেছে আশির দশকের ক্যারিয়ারে। তারপর থেকে তার ছবির সংখ্যা কমে গেলেও তার সৌন্দর্যে মুগ্ধ হন সকলেই। তিনি আর কেউই নন তিনি হলেন চিরসবুজ রেখা। এক সময় তার ব্যক্তিগত জীবন নিয়ে কম জল্পনা হয়নি। অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্ক ঘিরে বিতর্ক সবসময় থাকত তুঙ্গে।
লেখক ইয়াসের উসমানের লেখা রেখা দা আনটোল্ড স্টোরিতে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। সেখানে লেখা রয়েছে লেখা তার ব্যক্তিগত সহকারী ফারজানা সঙ্গে সম্পর্কে রয়েছেন আর এই ফারজানাও রয়েছেন অভিনেত্রী সঙ্গে। বরাবরই অভিনেত্রী ফারজানাকে তার বোন বলে বলে এসেছেন। কিন্তু রেখার ঘরে একমাত্র ফারজানা ছাড়া আর কারোর যাওয়ার অনুমতি ছিল না। ফারজানা ছাড়া আর কেউই রেখার কাছাকাছি কেউ ঘেষতে পারত না। এমনকি রেখার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফারজানা নিতেন।
শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই ফারজানার ওপর নির্ভরশীল ছিলেন। লেখিকা মালবিকা সাংহাই তার বইত লিখেছিলেন এই রেখা ও ফারজানার এই সম্পর্কের কথা জানতে পারাতেই অভিনেত্রীর স্বামী মুকেশ আগারওয়াল আত্মহত্যা করেছিলেন। যদিও এই ব্যাপারে অভিনেত্রী রেখা তরফ থেকে কোন উত্তর পাওয়া যায়নি।