যত মত তত পথ এর বিতর্কিত ব্যাখ্যায় চাপে পড়ে ক্ষমা চাওয়ার ভিডিও দিলেন ইসকনের অমোঘ লীলা দাস। শনিবার তিনি একটি ভিডিও বার্তায় জানিয়েছেন,” সম্প্রতি রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ কে নিয়ে আমি যা বক্তব্য পেশ করেছি, তা আমি ভুল বলেছি। অনুরাগীরা অনেকেই আঘাত পেয়েছেন কিন্তু আমি আঘাত করতে চাইনি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভবিষ্যতে এমন কথা কখনো বলবো না।
আপাতত ইসকন কর্তৃপক্ষ তাকে এক মাস সাসপেন্ড করেছে। অমোঘ লীলা নিজেকেও জনসংযোগ থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। সম্ভবত তিনি চাপের জেরেই ক্ষমা চেয়ে নিয়েছেন। আসল ঘটনাটি কী? কেন এত বিতর্ক? কিছুদিন আগেই এই অমোঘ লীলা ব্রহ্মচারীর একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। সেখানে দেখা গিয়েছিল রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের একাধিক বক্তব্যকে সরাসরি বিরোধিতা করতে।
এই রবীন্দ্র ব্রহ্মচারীর বক্তব্যে আহত হন বহু ভক্ত। বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে এই ভিডিওটি। আর বিতর্ক উঠতেই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয় ইসকনের তরফ থেকে। তিনি এক মাস কোন জনসংযোগ করতে পারবেন না। তবে এবারে অমোঘ দাস নিজে প্রকাশ্যে ক্ষমা চাইলেন। তিনি কাউকে আঘাত করতে চাননি।