মিড ডে মিলে মরা টিকটিকি। বিহারের বাঁকা জেলায় একটি সরকারি স্কুলে মিড ডে মিলকে অসুস্থ হয়ে পড়েছে ৯৩ জন পড়ুয়া। যদিও এই অভিযোগ ভুল করতে পক্ষে তরফ থেকে অস্বীকার করা হয়েছে।
এক সংবাদমাধ্যমের সূত্র জানা যাচ্ছে, এক পড়ুয়ার দাবি খাবারে মরা টিকটিকি ছিল। আর যেটা খাওয়ার পর থেকেই একে একে অসুস্থ হয়ে পড়ে। অনেকেই বমি করতে দেখা গিয়েছে। অনেকেই দেখা গিয়েছে পেটের ব্যথায় কাতরাচ্ছে। তাদের মধ্যে অনেককেই রাজাউন ব্লকের স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
যদিও স্কুল কর্তৃপক্ষ এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এই বিষয়টিকে জেলা প্রশাসন উড়িয়ে দিতে দেখা গিয়েছে। বাঁকা জেলার সভাপতি অংশুর কুমার জানিয়েছেন,” অসুস্থতার খবর পাওয়া মাত্রই অ্যাপ ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঘটনাস্থলে পৌঁছান। তদন্ত করে দেখা হয় সেই মিড ডে মিলে কোন টিকটিকি ছিল না। যখনই মিড ডে মিল হয় তখনই রাধুনি এবং শিক্ষক শিক্ষিকারা আগে খেয়ে দেখেন।”