তৃণমূল বাড়বাড়ই কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলেছে। পঞ্চায়েত নির্বাচনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন দিল্লিতে গিয়ে পাওনা আদায় করতে হবে। তার ঠিক যেমন কথা তেমন কাজ। একুশে জুলাই মঞ্চে দাঁড়িয়ে দিল্লি যাওয়ার দিন ঘোষণা করে দিলেন অভিষেক।
এক লক্ষ 15 হাজার কোটি টাকা বকেয়া আদায়ের জন্যে অভিষেকের দিল্লি অভিযান। তিনি জানান সকলের সঙ্গে ট্রেনে করে যাবেন। তবে তার আগে বিজেপি নেতাদের বাড়ি ঘেরা ওয়ের কর্মসূচির ডাক দিয়েছেন। তা ৫ই আগস্ট করার কথা ঘোষণা করেন। তার মতে রাজ্যে ৩৪১ টি ব্লকের বিজেপি নেতাদের তালিকা তৈরি করতে হবে। ঐদিন বিজেপি নেতাদের বাড়ি থেকে কোন সদস্যকে দশটা থেকে ছটার মধ্যে ঢুকতে বা বেরুতে দেওয়া যাবে না। বয়স্ক থাকলে তাদের ক্ষেত্রে ছাড়।
তিনি নজর রাখতে বলেছেন দলীয় নেতাদের বিজেপি নেতাদের বাড়ি ঘেরার কর্মসূচিতে যেন কোন বিঘ্ন না ঘটে। তারিখ ঘোষণার পরেই মঞ্চে ওঠেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিষেকের বলা কথায় কিছুটা শুধরে দিয়ে বলেন বিজেপি নেতাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরে কর্মসূচি নির্দেশ দেন। খুব স্বাভাবিকভাবেই বিজেপি নেতারা তীব্র অসন্তোষ জানাচ্ছেন অভিষেকের এই নির্দেশিকায়।