তৃণমূল সরকার পঞ্চায়েত ভোটে বিপুল জয় পেয়েছে। ভরাডুবির পরেও বিজেপির সরকার উল্টে দেওয়ার হুঁশিয়ারি। রাজ্য রাজনীতি আপাতত এই হুমকিতে সরগরম। এবারে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইস্যুতে সুকান্ত মজুমদার সান্তনু ঠাকুর কে। এই বিতর্কে সূত্রপাত হয় গত শনিবার রাত থেকেই।
শান্তনু ঠাকুরকে বিজেপি সরকার সমর্থন করেছে। সরকার পাঁচ ছয় মাসের মধ্যে যেকোনো সময় ধসে পড়তে পারে। হঠাৎ করে বিধায়কদের মনে হতে পারে যে তারা এ সরকারকে আর সমর্থন করবেন না। তারা হঠাৎ করে অন্য সরকারকে সমর্থন করতে শুরু করলেন। এটা না হওয়ার কিছু না। তার এই প্রস্তাবে ইঙ্গিতপূর্ণ জবাব দেন সুকান্ত।
এসএসকেএম হাসপাতালে বুধবার দিন জখম দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে মুখ খোলেন। তিনি বলেন আগে বলুন বালতি ফেলতে তারপর সরকার উল্টাতে আসবেন। রাজনৈতিক মহল মনে করছেন বেঙ্গালুরুর রাজনৈতিক বৈঠকের পর এই চ্যালেঞ্জ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।