উত্তেজনা তুঙ্গে ছিল ছবি ঘোষণার পর থেকেই। একদিকে রয়েছে এই ছবিতে দক্ষিণী সুপারস্টার প্রভাস এবং অন্যদিকে রয়েছে বলিউডে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং বাদশা অমিতাভ বচ্চন। প্রজেক্টকে তৈরি এই ত্রয়ী নিয়েই। এই তিন তারকা কাজ করেছেন দক্ষিনী পরিচালক নাগ অশ্বিনের ছবিতে।এই ছবিতে আবার খলনায়কের চরিত্রেও কাজ করেছেন কমল হাসান।
চলতি বছরের শান দিয়া ঘর কমিক কনে এই ছবির প্রথম ঝলক আসার কথা। তার আগেই এই ছবির পোস্টারে ভরে উঠলো নিউইয়র্কের টাইম স্কোয়ারে। সেই ভিডিও সমাজ মাধ্যমে এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক এ পৃথিবীতে ভিড় তার মধ্যেই ভেসে উঠল লাল কালো ছবিতে প্রজেক্ট কে এর পোস্টার। প্রজেক্টকে ছাপানো শার্ট পড়ে নামিদামি রা গাড়ি চালালে আর তার ড্রোনের সাহায্যে রেকর্ড করা হলো।
এই প্রজেক্ট কে হল ভারতের প্রথম ছবি যা কমিক করে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেতে চলেছে। কয়েকদিন আগেই দেখা গিয়েছে হলিউডের চিত্রনাট্যকার লেখক অভিনেতা অভিনেত্রীরা কৃত্রিম মেধার বিরুদ্ধে ধর্মঘটে একত্রিত হয়েছেন। সেই জন্যই এই ছবি নিয়ে একটু অনিশ্চয়তা হয়ে পড়েছে। মহাভারতের আদরে লেখা হয়েছে প্রজেক্ট কে এর চিত্রনাট্য সঙ্গে রয়েছে কল্পবিজ্ঞান।