ভারত

বেঙ্গালুরু বনাম দিল্লি! ‘ইন্ডিয়া’য় ২৬টি বিরোধী দল কারা? কোন ৩৮টি দল এনডিএ-র শিবিরে?

মঙ্গলবার দিন যখন ব্যাঙ্গালোরে ২৬ টি বিরোধী দলের নেতারা বিজেপির বিরুদ্ধে কৌশলে রত ঠিক তখনই মঙ্গলবার দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যস্ত ছিলেন দিল্লিতে এনডিএর বৈঠকে সাথে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও সোমবার দিন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 38 টি দলের অংশগ্রহণের কথা জানালেও সেই তালিকা এখনো প্রকাশ্যে আনেন নি।

এই এন ডি এর বৈঠকে বাংলা থেকে ছিল গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। তবে বিজেপি তরফ থেকে আমন্ত্রণ জানানো হলেও সূত্র মারফত খবর সুখবির বাদলের শিরোমনি অকালি দল মঙ্গলবার এন ডি এর বৈঠকে উপস্থিত ছিলেন না। অন্যদিকে আবার বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২৬ টি দল একত্রিত হয়েছে। তারা আবার একত্রিত হবে মহারাষ্ট্রের মুম্বাইতে।

এম ডি এর বৈঠক প্রথমে মোদি সরকারের আমলে প্রতিনিয়ত হলেও ২০১৯ সালে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হওয়ায় এটা গুরুত্বহীন হয়ে পড়েছিল। এই জোটের কোন বৈঠক গত চার বছর ধরে হয়নি। কিন্তু কর্নাটকে কংগ্রেসদের আধিপত্য পাড়ায় ফের বৈঠকে কর্মসূচি শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.