২০১৮ সালে জিরো ছবির জন্য বক্স অফিসে যে ভরাডুবি হয়েছিল ২০২৩এ এসে সেই ভরাডুবি থেকে ঘুরে দাঁড়িয়েছে শাহরুখ খান পাঠান ছবির মাধ্যমে। একেবারে বাদশা ফর্মে নিজেকে প্রদর্শন করেছেন সকলের সামনে। বছর শুরু হতে না হতেই পাঠান ছবির মতন একটি ছবি দিয়ে বছর শুরু করেছেন দেশ ও বিদেশ মিলিয়ে মোট আয় এই ছবির এগারোশো কোটি টাকা। তবে এবারে জওয়ানের পালা। দক্ষিণী পরিচালক অ্যাটলির হাত ধরে শাহরুখ এবারে প্যান ইন্ডিয়ায় পা রাখতে চলেছেন।
অবশেষে আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত জওয়ান। এবারের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জওয়ানের ট্রেলার মুক্তি পেতে চলেছে। আগামী ১২ ই জুলাই বহু প্রতীক্ষিত ছবি মিশন ইম্পসিবল ডেড রেকলিং পার্ট ওয়ান মুক্তি পেতে চলেছে। সূত্রের মারফত খবর পাওয়া গিয়েছে এবারে টম ক্রুশের ছবি মুক্তির আগেই প্রেক্ষাগৃহে জাওয়ানের ট্রেলার মুক্তি পেতে চলেছে।
এতদিন কানা খোসা সোনা গিয়েছিল ১৫ ই জুলাই এর আগেই মুক্তি পাবে জাওয়ানের ট্রেলার। তবে নির্মাতারা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন সেই মুক্তির দিন। ট্রেলারের দৈর্ঘ্য ও ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে দু মিনিট ১৫ সেকেন্ড। রেড চিলিস প্রোডাকশন থেকে সমাজ মাধ্যমের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে যা থেকে প্রকাশ পাচ্ছে খুব জলদি শাহরুখ খানের নতুন বইয়ের ট্রেলার মুক্তি পাবে।