শনিবার অর্থাৎ ৮ই জুলাই পঞ্চায়েত ভোটের নির্বাচন হয়েছে। নির্বাচনের দিন দুপুরে মৃতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশজন। আবার সবকিছু মিলি যদি মৃত্যুর সংখ্যা পরিসংখ্যান করা হয় তাহলে তা আরও বেশি। অথচ পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণভাবে হওয়ার কথা ছিল এমনটাই বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এত হিংসা কেন? কোথায় মানুষের নিরাপত্তা? এই নিয়ে প্রশ্ন তুলেছেন টলিউডের এক শিল্পী। শনিবার ফেসবুকের পাতায় অভিনেতা রিত্তিক চক্রবর্তী হাতে পুতুল নিয়ে তাকে প্রশ্ন করছেন,” আচ্ছা বদ্দা পুলিশ কবে পুলিশ পুলিশ খেলে?” এই প্রশ্ন দেখে বোঝাই যাচ্ছে নির্বাচনের প্রক্রিয়ায় পুলিশের নিষ্ক্রিয়তা। সেই জন্যই অভিনেতা পোস্টে লেখেন তারই বাচাল পুতুল জিজ্ঞাসা করছে পুলিশ কবে পুলিশ পুলিশ খেলে এই উত্তরটা কারো জানা থাকলে তাকে যেন অবশ্যই বলা হয়।
অন্যদিকে আবার সরব হয়েছেন ঋদ্ধি সেনও। শনিবার দিন পঞ্চায়েত নির্বাচনের উদ্দেশ্যে ফেসবুকে পোস্ট করে লিখেন,” পড়ে থাক গণতন্ত্রের প্রচুর গন্ধ বের, সেই বন্ধু নাকে নিয়েই মাংস ভাত খায় রাজনৈতিক শিবির গুলো, দুপুর বেলা আমরাও খাই। চলুন গন্ধ বেরোনোর আগে আমরা খেয়ে নিই , যোগ দিন মাংস ভাত খাওয়ায় আমাদের ভাগাড়ের মাংস।” অন্যদিকে কোন মন্তব্যই করতে চান না রাজ চক্রবর্তী। জুন মালিয়া সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন তার নটি এলাকায় খুবই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।