গোটা বাংলায় শনিবার পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে কার্যত এক রণক্ষেত্র তৈরি হয়েছিল। ভোট কর্মীরা আক্রান্ত হয়েছেন অনেক জায়গাতেই। এবারে কমিশনের তরফ থেকে আশ্বাস দেওয়া হল ক্ষতিপূরণ দেয়া হবে সেই ভোট কর্মীদের।
এবারে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই অশান্ত গোটা বাংলা। প্রায় প্রতিদিনই অশান্তির খবর এসেছে বিভিন্ন জায়গা থেকে। শনিবার দিন ভোটের জায়গায় কার্যত মৃত্যু মিছিল দেখা গিয়েছে। রাজনৈতিক হিংসায় প্রাণ গিয়েছে মোট ১৯ জনের। জেলায় জেলায় হাতাহাতির খবর ভাঙচুর এমন কি ভোট ছেড়ে পালিয়ে যাবার খবর মিলেছে।
এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ভোট কর্মীদের রাজ্য কমিশন ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন। শনিবার বিকেল চারটে নাগাদ প্রতিনিধিরা যান কমিশনের অফিসে। তারপর থেকেই আইনি লড়াইয়ের কথা ঘোষণা করেছেন। এর পাশাপাশি আবার ভোট হিংসার কথা প্রতিবাদ হিসাবে তুলে প্রতিবাদ মিছিলের কথা বলেছেন।