অভিনেত্রী তথা তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ বুধবার দিন ইডির র তলবে দ্বিতীয়বারের জন্য সিজিও কমপ্লেক্সে না গিয়ে তার আইনজীবীকে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে পাঠিয়েছিলেন। তিনি কারণ হিসেবে জানিয়েছেন সশরীরে ভোটের প্রচারের কারণে তিনি হাজিরা দিতে পারেননি। ভোট পর্ব মিটে গেলে তিনি ইডির দপ্তরে হাজিরা দেবেন। কিন্তু ইডির সূত্র মারফত খবর তিনি বুধবার দিন নতুন সমেত নিজে হাজিরা দিতে এসেছিলেন। তাতে সন্তুষ্ট নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
সায়ণির দুটি ফ্ল্যাট রয়েছে গলফগ্রীন এলাকায়। একটি রয়েছে তার নিজের নামে অপরটি রয়েছে তার মায়ের নামে। এর মধ্যে একটি ফ্ল্যাটের দাম ৮০ লক্ষ টাকা যার জন্য তিনি ২০ লক্ষ টাকা নগদ দিয়েছিলেন এবং বাকি সাত লক্ষ টাকার জন্য একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। সায়নী যে গাড়িটি ব্যবহার করেন সেটা নিয়েও ইডি প্রশ্ন তুলেছে সায়নী জানিয়েছেন সেই গাড়িটি তার নিজেরই। আর তাতেই সন্তুষ্ট হচ্ছে না ইডি।
কুন্তলের সঙ্গে সায়নের একটি ছবি প্রকাশ্যে এসেছিল তা নিয়ে সায়নকে জিজ্ঞাসা বাধ করায় সায়নী বলেছিল একই দলের সদস্য তারা তাই একই মঞ্চে থাকতেই পারে। সামনেই পঞ্চায়েত ভোট তাই এর মধ্যে যদি শারিনীকে ইডি গ্রেফতার করে বসে সেই কারণেই তিনি বুধবার দেই এরই সামনে হাজিরা দিতে যাননি বলে এমনটাই মনে করা হচ্ছে। পঞ্চায়েত ভোট নিতে গেলে তিনি স্বশরীরে এডির কাছে হাজিরা দেবেন। এরমধ্যে যদি কোন দরকার পড়ে তাহলে ভার্চুয়ালি কথা বলতে পারে সায়নীর সঙ্গে কিন্তু ইডি চায় সায়নীকে তাদের দপ্তরে স্বশরীরে।