৮৩ বছরের প্রবীণ যোদ্ধা লড়বেন, শক্তি পরীক্ষার আগেই সুপ্রিয়া শুলে এনসিসি নেতাদের আবেগ উসকে দিয়েছিলেন। যদিও তাতে খুব একটা লাভ হলো না। সেই শক্তি পরীক্ষার প্রথম রাউন্ডে এগিয়ে গেলেন অজিত। নিজের শক্তি দেখানোর জন্য বুধবার দিন এনসিপি দুই বিবাদমান শিবিরে দলের বিধায়কদের বৈঠক ডেকেছিল।
শেষ পর্যন্ত দেখা গেল প্রথম রাউন্ডে অজিত তার কাকাকে মাত করে দিল। ৩২ জন বিধায়ক এই দিনের বৈঠকে হাজির ছিলেন। তবে অজিতের শিবিরের সূত্র মারফত দাবি আরো বেশ কয়েকটা বিধায়ক তাদের সমর্থন করবেন কিন্তু তারা আজকের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।
অপরদিকে আবার শরৎ পাওয়ারের ডাকা বৈঠকের ১৭ জন বিধায়ক উপস্থিত ছিলেন। পাঁচজন সাংসদ এবং কয়জন এমএলসি। তাদের দাবি অজিতের দলের বিধায়কদের ফোন করে বলা হয়েছে বিজেপিতে যোগ না দিলে তাদের উন্নয়নের কাজ আটকে যাবে। শরতের দাবি আগামী দিনেও বেশ কিছু বিধায়ক তাদের শিবির এই যোগদান করবেন বলে। পাকার তুলনায় নিজের শিবিরের সমর্থকের সংখ্যা বেশি হলেও অজিত স্বস্তিতে থাকতে পারলেন না। দলের প্রতীক হিসেবে 36 জন বিধায়ক তার প্রয়োজন যদিও সেটা তার নেই কিন্তু কমিশনে ৪০ জন বিধায়ক আছে বলে তিনি দাবি করেছেন।