বুধবার দিন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ কেন হাজির হলেন না ইডির দপ্তরে? তার এবং তার দলের তরফ থেকে আনুষ্ঠানিক জবাব ভোটের কারণে তিনি এখন ব্যস্ত রয়েছেন। সূত্রের মারফত খবর দলীয় নেতাদের নির্দেশে সায়নী বুধবার দিন ইডির দপ্তরে হাজির হননি। তাদের এবং আইনজীবীর পরামর্শে মঙ্গলবারে এদিকে ইমেইল করে জানিয়ে দেওয়া হয়েছিল বুধবার দিন সায়নী হাজির থাকতে পারবেন না। পঞ্চায়েত ভোট মিটে গেলে তারপরে তাকে ডাকলে তিনি হাজিরা দিতে পারবেন এর মধ্যে তার সঙ্গে কোন রকম যোগাযোগ করতে হলে ভার্চুয়ালি যোগাযোগ করতে হবে।
প্রাথমিকভাবে তদন্ত করছে ইডি সায়ণির সঙ্গে কোনরকম যোগাযোগ রয়েছে ধৃত এবং অপসারিত নেতা কুন্তল ঘোষের সঙ্গে। ঠিক সেই কারণেই সায়নীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ডাকা হয়েছিল কিন্তু সায়নীকে ঘনিষ্ঠ সূত্রে দাবি তাকে জেরা করার জন্য নয় সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল। তাকে টানা 11 ঘন্টা জেরা করা হলেও সম্পূর্ণটাই ছিল নথিভিত্তিক তাই অনেকেই মনে করছেন তাকে হুট করে গ্রেফতার করা হবে না।
ঘটনার প্রবাহে বলছে মঙ্গলবার দিন সায়নী ভোটের প্রচারে যাননি। তার মায়ের অসুস্থতার কারণে তিনি প্রচারে যেতে পারেননি বলেই জানা যাচ্ছে। সেই কারণে অনেকেই মনে করছিলেন তিনি সিজিওতেও যেতে পারবেন না কিন্তু বুধবার দিন তিনি ভোটের প্রচারে গিয়েছেন। দলের তরফ থেকে ঠিক হয়ে যায় সায়নী বুধবার দিন বর্ধমানের গলসিতে প্রচারে যাবেন। সেই মতন তিনি বাড়ি থেকে ভোরবেলায় রওনা হয়েছেন। আবার সিজিও-তে তার আইনজীবী পৌঁছে গিয়েছিলেন। সঙ্গে ছিল ৫৩০ পাতার নথি। সায়নি জানিয়েছেন তিনি তার কর্তব্য পালন করছেন।