বিনোদন

‘হাওয়া’র সাফল্য দেখে এবার পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’! এপাড় বাংলায় কবে মুক্তি পাচ্ছে আরফান নিশোর সিনেমা?

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরফান নিশো যিনি মূলত সেখানকার নাটকের কারণে জনপ্রিয়। তাঁর প্রথম ছবি ‘সুড়ঙ্গ’ এ বছর ঈদে মুক্তি পেয়েছে। তবে কাইজার সিরিজের পর থেকে পশ্চিমবঙ্গে তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। তবে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ ছবিটিও মুক্তির পর দশমহলে ব্যাপক সাড়া ফেলেছে। এমনকি এই ছবির জন্য অগ্রিম বুকিং চলছে। এছাড়া হল মালিকরা জানিয়েছেন একদিকে যেমন এই ছবির জন্য হলের সংখ্যা বাড়ানো হচ্ছে, তেমন অন্যদিকে এই ছবিটি ব্লকবাস্টারের দিকে এগোচ্ছে।

জানা গিয়েছে, এসভিএফ ‘সুড়ঙ্গ’ ছবিটির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছেন। ছবিটিকে ইতিমধ্যেই সেন্সরের জন্য পাঠানো হয়েছে। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রের খবর, আগামী ২২শে জুলাই কলকাতায় এই ছবিটি মুক্তি পাবে। কলকাতায় মুক্তি পাওয়া নিয়ে প্রযোজক শাহরিয়ার কথায়, “হাওয়া ছবির সাফল্য দেখে কলকাতায় মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের মনে হয়েছে এই ছবির গল্পে জোর রয়েছে যা পশ্চিমবঙ্গের দর্শক পছন্দ করবেন। তাই এই সিদ্ধান্ত নেওয়া। ”

ছবির প্রযোজককে টিকিটের চাহিদা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “হল মালিকদের তরফ থেকে যা সাড়া পাচ্ছি, তাতে এই ছবি ব্লকবাস্টার হতে চলেছে। এখন অবস্থা এমন যে, ছবি দেখতে চাইলে টিকিট ৩ দিন আগে কাটতে হবে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে দর্শকদের চাহিদা”। তবে বাংলাদেশের ছবি এ দেশে মুক্তি পেতে গেলে কিছু আইনি জটিলতা রয়েছে। যেমন কয়েকদিন আগে সাফটা চুক্তির মাধ্যমে ‘পাঠান’ ছবিটি বাংলাদেশে মুক্তি পায় এবং বাংলাদেশের ‘পাঙ্কু জামাই’ ছবিটি ভারতে মুক্তি পায়। এখন প্রশ্ন উঠেছে তাহলে কি ‘সুড়ঙ্গ’-এর ক্ষেত্রে এমনই হতে চলেছে? এই প্রশ্নের উত্তরে প্রযোজক জানিয়েছেন, “ভারতের প্রযোজনা সংস্থা এসভিএফ থেকে সেন্সরে ‘সুড়ঙ্গ’ জমা দেওয়া হয়েছে। এটি কোনও ছবির বিনিময়ে যাচ্ছে না। যেহেতু এসভিএফ ভারতের একটি কোম্পানি, তাই তারা এদেশ থেকে ছবি নিয়ে যাচ্ছে। তাই বিনিময়ের প্রয়োজন নেই”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.