কলেজটি কলকাতার, সেখানে ভর্তি হতে গেলে শুধু বাংলা বা হিন্দি জানলে হবে না। সেখানে পড়তে হলে পড়ুয়াদের ইংরেজি লিখতে ও বলতে জানতে হবে। তবে শুধু এটাই নয় সে যদি বাংলা বা হিন্দি মাধ্যমের পড়ুয়া হয় তাহলে সাথে সাথে ভর্তির লিস্ট থেকে তার নাম কাটা যাবে। কলকাতার লোরেটো কলেজ এ বছর তাদের ভর্তির বিজ্ঞাপনে এমনই এক শর্ত জারি করেছে। আর এমন ভর্তির শর্ত দিয়ে কলেজ বিতর্কে জড়িয়ে পড়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু এই কলেজে ইংরেজিতে পড়াশোনা হয় তাই প্রত্যেক পড়ুয়াদের সুবিধার জন্য এই নিয়ম। তবে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা জরুরি কি? এই প্রশ্নের উত্তরে কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেসব পড়ুয়ারা বাংলা বা হিন্দি মাধ্যমে পড়াশোনা করেছেন তাঁদের কলেজে ভর্তি নেওয়া হবে না।
তবে এমন শর্ত রাখার ফলে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে। তবে সূত্রের খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই নোটিসের সূত্রে লোরেটো কলেজের অধ্যক্ষকে তলব করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরের বছর এমন যেন কোনো নোটিশ না দেওয়া হয়। তবে প্রশ্ন রয়ে গেল একটাই, এ বছর তাহলে কি নিয়মে ভর্তি হবে?
উল্লেখ্য, এই বিষয়ে অনেক পড়ুয়াদের দাবি, লোরেটো কলেজ এ বছর প্রথম অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করলেও বরাবরই তারা ইংরেজি মাধ্যমের পড়ুয়াদের পছন্দ করে এসেছে। তবে এই ব্যাপারটা যে একেবারে প্রকাশ্যে এসে যাবে তা বুঝতে পারেনি কলেজ পড়ুয়ারা। তবে এ বছর পড়ুয়ারা কিভাবে ভর্তি হবে তার উত্তর মঙ্গলবারেই পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।