জ্যাকি-পুত্র ও অভিনেতা টাইগার শ্রফ তার সুশ্রী চেহারা এবং চিত্তাকর্ষক ফিটনেসের জন্য, নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। তিনি বলিউডের একজন বিশিষ্ট অ্যাকশন অভিনেতা হিসেবেই পরিচিত, তার বেশিরভাগ চলচ্চিত্রতেই থাকে ভরপুর অ্যাকশন।
২০১৪ সালে “হিরোপন্থী” সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার আত্মপ্রকাশ ঘটে। তিনি ২০১৬ সালে “বাঘী” চলচ্চিত্রের মাধ্যমে ব্যবসায়িক সাফল্য অর্জন করেন, যা অনুসরণ করে ২০১৬ সালে “বাঘী ২” এবং ২০১৮ সালে “বাঘী ৩” প্রকাশ করা হয়। পরের ছবি দুটি আর্থিক দিক থেকে ব্যর্থ না হওয়া সত্ত্বেও, সমালোচক ও ভক্তদের মন জয় করতে পারেননি টাইগার।
তবে এখন চিন্তাভাবনা চলছে “বাঘী ৪” কে ঘিরে। কিন্তু সেখানেই দেখা গেল বিপত্তি। টাইগারের এই নতুন প্রজেক্টে বাধ সাধলেন তার অনুরাগীরাই, তাদের বক্তব্য ছবি অ্যাকশন সিকোয়েন্স থাকে ঠিকই তবে, তা কেমন যেনো “মারামারি করতে হয় বলে করছি”, এসবের মাঝে ঘেঁটে যায় গল্প। এর চেয়ে টাইগারের “গণপথ”, “বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ” এর মত ছবিতে কাজ করাই শ্রেয় বলে মনে করছেন অনুরাগীরা!