পশ্চিমবঙ্গ

উপাচার্য নেই ৩১টি বিশ্ববিদ্যালয়ে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মুখ্যমন্ত্রীকেই আচার্য হিসেবে চাইছে শিক্ষামহল!

জটিলতা কাটাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মহলের একাংশ চাইছে মুখ্যমন্ত্রীকেই আচার্য হিসেবে। বিভিন্ন প্রাক্তন উপাচার্যেরা সোমবার প্রেস বৈঠকে এমনটাই জানিয়েছেন। তাদের মতে রাজ্যপালের জায়গায় মুখ্যমন্ত্রী আচার্যের ভূমিকা পালন করলে জটিলতা অনেকটাই কমে যাবে। সোমবার সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য রঞ্জন চক্রবর্তী এবং ডায়মন্ড হারবারে মহিলা বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন আরো অনেকেই।

সোমবার এই বৈঠকে প্রাক্তন উপাচার্যরা জানান ৩১ টি বিশ্ববিদ্যালয় কোন স্থায়ী উপাচার্য নেই। যদিও রাজ্যপাল৩ টি বিশ্ববিদ্যালয় উপযোজনীয় করেছেন কিন্তু তাদের ক্ষমতা নিয়ে রাজ্যের সঙ্গে রাজভবনে বিরোধিতা জারি আছে। বিশ্ববিদ্যালয়ের কাজে সমস্যা হচ্ছে উপাচার্যের পদ খালি থাকায়। ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে শিক্ষা দেওয়া নিয়ে সবেতেই হোঁচট খেতে হচ্ছে সকলকে।

সোমবার সাংবাদিক বৈঠকে ঠিক এই কারণেই সকলেই নিজেদের বক্তব্য রেখে বলেছেন এই সমস্যা সমাধানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেই তারা আচার্য হিসেবে দেখতে চান। তার জন্য যে বিল পাস করানো হয়েছিল সেই বিলকেই মান্যতা দেওয়া উচিত। যদিও এই প্রসঙ্গে ভিন্নমত আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় কখনোই চান না কোন রাজনীতিবিদ কে ওই পদে দেখতে তারা চান কোন শিক্ষাবিদকেই আচার্য পদে দেখতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.