পাকিস্তানি গায়ক আলি শেঠি ও শেহ গিলের জনপ্রিয় গান ‘পসুরি নু’ গান নিয়ে ভারতের বিতর্ক তৈরি হয়েছে। এই গানটি কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণী অভিনীত ‘সত্য প্রেম কি কথা’ সিনেমায় পুনর্নির্মাণ করা হয়েছে। যে গানটি অরিজিৎ সিংহ ও তুলসী কুমার গেয়েছেন। তবে অর্জিত কেন এই গানটি গাইতে রাজি হলেন? একদিকে গায়ককে এই নিয়ে যেমন আলোচনা হচ্ছে তেমনি এ বার বিতর্কে জড়ালেন গায়িকা তুলসী।
সম্প্রতি একটি রিয়্যালিটি শো-এর অডিশনের সময় গায়িকা এই গানটি গাইছিলেন। আর সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি এই নিয়ে তার অনুরাগীরাও রীতিমতো হাসাহাসি করছেন। গানটি গাইতে গাইতে তিনি শেষের লাইনটি ভুলে যান। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই আরও সমালোচনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে একজন লিখেছেন, “পাকিস্তানবাসী আমাদের দেশের পক্ষ থেকে দুঃখিত”।
তবে শুধু গায়িকা নয়, অরিজিতকেও একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এমনকি এই গানটি নিয়ে টুইটারেও একাধিক অনুরাগীর একাধিক প্রশ্ন। অবশেষে গায়কের তরফ থেকে উত্তর এলো। তবে তিনি যে একাউন্ট থেকে উত্তর দিলেন সেটি টুইটারে ভেরিফায়েড নয়।
তবে এই প্রসঙ্গে গায়কের এক অনুরাগী তাঁকে ট্যাগ করে প্রশ্ন করেন, বলিউডে এক নম্বর গায়ক হয়েও কেন তিনি এই প্রস্তাবে রাজি হলেন? এই প্রশ্নের উত্তরে অরিজিৎ লেখেন, “এই গান গেয়ে যা পারিশ্রমিক পেয়েছি, সেই টাকা আত্মিকভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের স্কুলের বার্ষিক তহবিলে দেওয়া হবে। নির্মাতারা আমাকে তেমনই প্রতিশ্রুতি দিয়েছেন। যা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই ভাবলাম, একটু না হয় গালিগালাজ খেয়ে নিই”। তবে গায়িকা তুলসীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি।