‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকটি অন্য ধারাবাহিক। কমলাকে তার স্বামী মানে দোলনা উপহার দিয়েছে আর সেটা দেখে কমলা ভীষণই খুশি হয়েছে। তাকে এরকম উপহার আগে কেউ দেয়নি কখনো। কমলা দোলনায় দোল খেতে খেতে গান করছে,ঠিক এই সময় মানিকদের বাড়িতে ডাকাত পড়লো।
ডাকাতের ডেরায় পৌঁছে গিয়েছে মানিকের বউ ও তার ঠাকুরপোরা। সেখানে ডাকাতদের একেবারে নাস্তানাবোধ করে ছেড়ে দিচ্ছে তারা সকলেই।মানিকরা বাড়ি আসার পরেই পাড়ার লোক ছি ছি করছে কমলা একজন বাড়ির বউ হয়ে ডাকাতে ডেরায় গেছে বলে তখন মানিক বলে তাহলে তার বউ কি করত তাদের জন্য অপেক্ষা ততক্ষণে মানিক তাহলে মরে যেত।
কমলা মানে এবং তার ভাইয়েরা রথের আয়োজন করেছে কিন্তু সেই দেখে বাড়ির সকলেই বলে উঠেছে যেখানে শ্যামা মায়ের পুজো হয় সেখানে রোদ কিভাবে এই বাড়িতে টানা যাবে ঠিক তখনই ফনীভূষণ বলে শ্যামা যেখানে আছে শ্যাম সেখানে কেন থাকতে পারবে না এইটুকু মেয়ে বুঝে গিয়েছে বলেই সকলে জয় জগন্নাথ বলে রথ টানছে। কিন্তু আবার মানিক ও কমলার জীবনে কি নতুন বিপদ আসতে চলেছে।