পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে জোরকদমে সব দলই প্রচার চালাচ্ছে। সেই দৌড়ে পিছিয়ে নেই তৃণমূলও। কিন্তু এবারে বিপাকে পড়ল তৃণমূলের এক বিধায়ক। গ্রামবাসী তৃণমূলের বিধায়ককে এক হাটু কাঁদা জলে হাঁটিয়ে শাস্তি দিল। তুমুল গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও।
বিরোধী রাজ্যের সভাপতির শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া একটি ভিডিও টুইট করে লিখেছেন” পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শ্রীমান গোবিন্দ অধিকারী যখন নিজের গ্রামে পৌঁছান প্রচারের জন্য তখন সেখানকার গ্রামবাসীরাই তাকে উন্নয়নের সাড়িতে হাটিয়ে নিয়ে গেলেন। অন্যদিকে শুভেন্দু আবার আরও একটি টুইট করে জাতীয় রাজনীতিকে তোলপাড় করেছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে পুরসভার প্রাক্তন মেয়ার প্রভাত চট্টোপাধ্যায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন আর তার মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে উর্দী পড়া এক পুলিশ কর্মী।
তৃণমূলের সূত্র মারফত জানা গিয়েছে বৃহস্পতিবার কাঁকসার পানাগর বাজারে তৃণমূল আয়োজিত জনসভায় প্রভাতসহ সকলেই যোগদান করেছিলেন। সেখানেই ঘটে এমন ঘটনা আর সেই ঘটনাকে উল্লেখযোগ্য বলে টুইট করে শুভেন্দু অধিকারী দেখিয়েছেন।