স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।তখনই দীপা বলে এসব সে কি বলছে রুপাও কি পারবে তার বাবাকে ছেড়ে থাকতে তার মা তাকে বলছে কেন সে তার বাবাকে এইভাবে কষ্ট দিচ্ছে তার বাবা রুপার কথায় অনেক কষ্ট পাচ্ছে। সে যেন কষ্ট না দেয় এমনটাই অনুরোধ করছে দীপা তার মেয়ে রুপার কাছে। অন্যদিকে আবার শোনাও অভিমান করে আছে তার বাবার ওপর কিন্তু কেন সেই রকম করছে কেউই কিছুতেই বুঝতে পারছে না।
ঠিক সেই জন্যই উর্মি সোনাকে নিয়ে এসেছে দীপা ও রুপার কাছে রুপা তখনই বলতে গেল সোনাকে যে সে তার মায়ের কথা জানে কিন্তু দীপা চুপ করিয়ে দিল। দীপার রুপাকে বুঝিয়ে দিল সে যেন সোনাকে কিছু না বলে। আর সোনাকে দেখতে না পেয়ে সূর্য অস্থির হয়ে যাচ্ছিল। সোনাকে যখন দীপা নিয়ে আসলো তখন দীপাকে সূর্য অনেক কথা শোনাচ্ছে আর ঠিক তখনই সোনা তার বাবার বিরুদ্ধে রুখে কথা বলল। সে কেন তার ফুল মাকে এইভাবে কথা শোনায় কী করেছে তার ফুল মা।
সূর্য সমানে বিপাকে যা নয় তাই বলে যাচ্ছিল ঠিক সেই সময় সোনা এসে তার বাবা সূর্যকে বলে সে কেন এরকমটা করছে সে যেন কখনো তার ফুল মাকে কিছু না বলে আর সূর্য তার বাবা নয়। এই কথাটা শোনার পরে সূর্য হতবম্ব হয়ে গেল তখন দীপা বললো ঠিকই বলেছে সোনা ডক্টর সূর্য সেন কখনো কারো বাবা হতেই পারে না।