বিয়ে ভাঙতে বসেছে অভিনেতা জিতু কামাল এবং অভিনেত্রী নবনীতা দাসের। তিন মাস ধরেই তারা আলাদা থাকছেন। আইনি প্রক্রিয়াও অনেকটা এগিয়ে গিয়েছে। এখনও বিবাহ বিচ্ছেদের শংসাপত্র আসেনি। বৃহস্পতিবার দিন অভিনেত্রী নবনীতা একটি ফেসবুক পোস্টে লেখেন,” টেবিলে দুটো প্লেট একসঙ্গে থাকবেনা টাওয়েল সানস্ক্রিন ও ভাগাভাগি হবে না, জানিয়ে পরিস্থিতি সামলানোর জন্য তুমি আমায় প্রস্তুত করে দিয়েছো। আমরা দুজন দুজনের সাথে ভালো নেই। প্রেম বন্ধুত্ব দিয়ে নিয়ে এই সম্পর্কের ইতি টা এই ভাবেই হোক। ভালো থেকো জিতু।”
জিতু ও নবনীতা কিছুদিন আগেই লন্ডন থেকে ফিরেছেন। কিন্তু এর মধ্যে এমন কী ঘটে গেল দুজনের মধ্যে যাতে তারা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিন মাস ধরে যদি তারা দুজনে দুজনের সঙ্গে আলাদা থাকছেন তাহলে লন্ডনে কেন ঘুরতে গিয়েছিলেন তারা একে অপরের সঙ্গে? এমনই অনেক প্রশ্ন ঘুরতে সকলের মনের মধ্যে।
পাঁচ বছর আগে জিতু ও নবনীতার ধুমধাম করে বিয়ে হয়েছিল। তারপর নবনীতা আস্তে আস্তে কাজের থেকে সরে গিয়েছিলেন কিন্তু যেহেতু একের পর এক বড় পর্দায় সুযোগ পেয়েছেন। কিছুদিন আগেই নবনীতা আর সাক্ষাৎকারে বলেছিলেন সেই নিজেই জিদুর সঙ্গে কথা বলার জন্য ডেট পায় না। জিতু এখন নতুন কাজ নিয়ে ব্যস্ত এবং নবনীতাও নতুন সিরিয়াল বিয়ের ফুলে ব্যস্ত। এখন তিনি আপাতত কাজে মন দিতে চান।