“বাংলা মিডিয়াম” নামক ধারাবাহিক শুরু হয়েছে স্টার জলসায়।যেখানে আবার একবার জুটি বেঁধেছেন ‘কৃষ্ণকলি’ খ্যাত নীল-তিয়াসা জুটি। এই ধারাবাহিকে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষিকার খুনসুটি সম্পর্কের মাঝেই এক মাখোমাখো রোমান্টিক গল্পের মেলবন্ধন ঘটছে। এই ধারাবাহিকে তিয়াসা একজন বিজ্ঞানের শিক্ষিকা।
এই বাংলা মিডিয়াম সিরিয়ালটি ধারাবাহিক হিসেবে বেশ জনপ্রিয় হয়েছে।দর্শকদের পছন্দে ইংরেজি মিডিয়াম আজকের ২০০ পর্ব পার করেছে তাই এই ধারাবাহিকে সমস্ত নায়ক নায়িকারা একসঙ্গে সেই দিনটি উদযাপন করছেন কে কেটে খুব মজার সঙ্গে।