একেই বলে জনপ্রিয়তার কামাল মুক্তির দিনের আগেই মুক্তি পেয়ে গেল আদিত্য কাপুর অভিনীত দা নাইট ম্যানেজার এর পার্ট টু। ৩০ শে জুন অতিথি প্লাটফর্মে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু একদিন আগেই তো মুক্তি পেয়ে গেল। এই সিরিজের প্রথম ভাগ মুক্তি পাওয়ার পরই এক অনবদ্য সাড়া পেয়েছিল দর্শকদের তরফ থেকে নির্মাতারা। আর সেই উন্মাদনার কথা মাথায় রেখেই একদিন আগেই মুক্তি পেল এই সিরিজের দ্বিতীয় ভাগ।
২০১৬ সালের ব্রিটিশ টেলিভিশন সিরিজ দা নাইট ম্যানেজারের ভারতীয় সংস্করণ দা নাইট ম্যানেজার। ব্রিটিশ ওয়েব সিরিজে অর্থাৎ নাইট ম্যানেজারের ভূমিকায় অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা টম হিডেলস্টন। বলিউডের জনপ্রিয় অভিনেতা আদিত্য রায় কাপুর এবারে সেই সংস্করণে অভিনয় করেছেন। ব্রিটিশ ওয়েব সিরিজে ছিল মোট ৬টি এপিসোড কিন্তু ভারতীয় সংস্করণে প্রথম ভাগে ছিল মোট চারটি এপিসোড এবারে মুক্তি পেল বাকি তিনটি। অর্থাৎ মোট সাতটি এপিসোড নিয়ে তৈরি হয়েছে ভারতীয় সংস্করণ। সমস্ত দেখা যাবে নির্দিষ্ট ওটিটি প্লাটফর্মে।
দা নাইট ম্যানেজার টু এর মধ্যে কয়েকদিন আগে এই সিরিজের পরিচালক সঞ্জিত জানিয়েছিলেন যদি দুই নাইট ম্যানেজারকে একই ফ্রেমে আনা যায় তাহলে ওটি কি কিছুদিন আগেই তা চাক্ষুষ প্রমাণ পাওয়া গিয়েছিল। ভারত ও গোটা বিশ্বের বিনোদন জগতের দূরত্ব ক্রমে কমে আসছে। সন্দীপের সেই পরিকল্পনা কি তবে সত্যি হয়েছে? তা এই ওয়েব সিরিজটি সম্পূর্ণ দেখলেই বোঝা যাবে।