২০২০ সালের ১৪ই জুন গোটা দেশ যখন অতি মারিতে হাহাকার ঠিক তখনই একটু বেলা গড়াতেই খবর মেলে প্রয়াত হয়েছেন বলিউডে জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বাইয়ের বান্দ্রায় তার নিজস্ব ফ্ল্যাটে উদ্ধার করা হয়েছিল তার ঝুলন্ত দেহ। তোলপাড় শুরু হয়েছে অভিনেতার রহস্য মৃত্যু নিয়ে। অভিনেতা আত্মহত্যা করেছেন নাকি রহস্য মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু হয়। সম্প্রতি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস জানান এমন কিছু চাঞ্চল্যকর তথ্য তাদের হাতে এসেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন প্রথম দিকে যে খবর পাওয়া গিয়েছিল তা পুরোটাই কানাঘুষা সোনা এখন সাক্ষ্যপ্রমাণ সমেত অনেকেই এগিয়ে এসেছেন তাদেরকে বলা হয়েছে তারাও যেন পুলিশের সাথে যোগাযোগ করেন তাদের প্রমাণ যাচাই করার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যতক্ষণ না প্রমাণ যাচাই করা হতো ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।
সুশান্তের অকাল প্রয়াণে তার মৃত্যু নিয়ে কম জল ঘোলা হয়নি। তদন্ত একথা শুরু করলে অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী মাদক সংযোগ আছে বলে তাকেও গ্রেফতার করা হয়েছিল। এর চেয়ে এই রিয়া প্রায় এক মাস জেলের গড়াদের কাটিয়েছেন এছাড়াও বলিউডের স্বজন পোষণের অভিযোগও এনেছেন বলিউডের অন্যতম অভিনেত্রী কঙ্কনা সিং রানাওয়াত।