কত বছরে দা কাশ্মীর ফাইলস চলতি বছরে দা কেরালা স্টোরি। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের দ্যা কেরালা স্টোরি ছবি নিয়ে বিতর্কের আঁচ এখনো কমেনি। আর তার মধ্যেই ময়দানে এলো এক বিতর্কে ছবি। যার নাম ৭২ হুরে। পরিচালক সঞ্জয় পুরান সিং চৌহানের এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আছেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। এবারে ছবির প্রথম ঝলকের ছাড়পত্র দেয়া নিয়ে শুরু হল সেন্সর বোর্ড ও নির্মাতাদের মধ্যে দ্বন্দ্ব।
সেন্সর বোর্ডের তরফ থেকে ছাড়পত্র না মেলা সত্বেও বুধবার ইউটিউবে দেখা গিয়েছে সেই ছবি ট্রেইলার। সেন্সর বোর্ডে ছাড়পত্র পাওয়া না অব্দি প্রেক্ষাগৃহে দেখানো যাবে না এবারে এই ছবির প্রযোজক অশোক পন্ডিত এই নিয়ে মুখ খুললেন। তার দাবি সেন্সর বোর্ডের তরফ থেকে ৭২ হুরো ছবিটিকে ছাড়পত্র দিলেও ট্রেইলারে ছাড়পত্র দেয়নি। ৭২ হুরে ছবির উপর এইভাবে নিষেধ থাকা জারি করার অর্থ হলো শিল্পীদের স্বাধীনতা হস্তক্ষেপ করা।
এর আগে এই ছবির প্রচারের মাধ্যমে উঠে এসেছে সমস্ত আততায়ীদের নাম। এই ছবি মুক্তি পেলে ইসলাম ধর্মাবাদের ওপর আঘাত করা হবে বলে এমনটাই দাবী করা হচ্ছে। সেই জন্য ২৭শে জুন ছবিটির ট্রেলার মুক্তিতে বাধা দেয় সেন্সর বোর্ড। নির্দিষ্ট দিনে ইউটিউবে প্রকাশিত হয়েছে সেই ছবির ট্রেলার।এই ছবির প্রযোজক এই ছবিটি নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি মনে করেন আগামী ৭ জুলাই এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।