বলিউডে এখন অ্যাকশন ছবির জামানা। বিশেষ করে পাঠান ছবির সাফল্যের পর আরো একসাথে ছবির দিকেই ঝুঁকছেন নির্মাতারাও। আমার বলিউডে ইতিমধ্যেই রয়েছে ফাইটার টাইগার থ্রি ওয়ান টু এর মতন ছবি গুলিও। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে যশ রাজ ফিল্মসের টাইগার থ্রি। আর সেই ছবিতে সালমানের সঙ্গে ফের একবার জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান। আর তারপরে আগামী বছরে শুরু থেকে মুক্তি পাবে হৃত্বিক রোশনের ফাইটার।
আর সেই ফাইটার ছবিরে প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ার আসার পর থেকেই শুরু হয়েছে নানান বিতর্ক। তবে কি নির্মাতারা হলিউড থেকে টুকেই এই ফাইটার ছবি বানিয়েছেন? শুরু হয়েছে জল্পনা। ঋত্বিকের এই ফাইটারের লুক দেখে বেশ উত্তেজিত তার অনুরাগীরা। এই ফাইটারে ফার্স্ট লুক এর থেকে এক ঝলক দেখলে মনে হচ্ছে টপ গান ম্যভেরীকে টম ক্রুজের এয়ার ফোর্সের ইউনিফর্ম পড়া লুকটি। তবে কি হলিউড থেকে কপি করা হচ্ছে বলিউডের সমস্ত জিনিস? প্রশ্নের মুখে নির্মাতারা।
পরিচালক সিদ্ধার্থের মতে দেশে প্রথম এরিয়াল একশন মুভি হল ফাইটার। পরিচালক জানিয়েছেন ছবিতে একাধিক এই রিয়েল স্টান্ড থাকছে। এই ছবির চিত্রনাট্য অনুযায়ী একাধিক বিমান ঘাঁটিতে শুটিং হয়েছে ঋত্বিকের। আগামী বছর ২৫শে জানুয়ারিতে এই ছবি মুক্তি পেতে চলেছে।