পঞ্চায়েত ভোট আস্তে মাত্র আর কটা দিন বাকি, তাই গ্রামে গিয়ে তাদের দলের হয়ে প্রচার করছেন সমস্ত নেতা-নেত্রীরা। ক্ষোভের মুখে সংসদ শতাব্দী রায় বীরভূমের খয়রাশোলে গিয়ে। সেখানে বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন নেত্রী।
সমস্ত রাজনৈতিক দল রাজ্য নির্বাচন কমিশনের ভোটের দিন ঘোষণা করার পর থেকেই প্রচারে নেমে পড়েছে। তৃণমূলের সংসদ শতাব্দী রায় কে বীরভূমের খয়রাশোল এ গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। তিনি যাওয়া মাত্রই একেবারে ঘিরে ধরে গ্রামবাসীরা পানীয় জলসহ একাধিক অসুবিধা নিয়ে।
স্থানীয়দের মুখে পড়ে হঠাৎ করেই মেজাজ হারার নেত্রী। তার অভিযোগ গ্রামবাসীরা বাড়ি পেয়ে সে কথা বলছে না অর্থাৎ তারা মিথ্যে কথা বলছে। যে সমস্ত জিনিস পাইনি তা নিয়ে অশান্তি করার চেষ্টা করছেন। সাংসদ রীতিমতো উত্তেজিত হয়ে পড়ার পরেই সকলেই চুপ হয়ে যায় সকলের উপস্থিতিতেই আয়ত্তে আসে সেই সময়।