প্রস্তুত জওয়ানরা কেন্দ্রীয়বাহিনীর। অথচ তাদের পশ্চিমবঙ্গের গন্তব্যস্থল কোথায় এখনো তারা জানেন না। সেই জন্যই রাজ্য নির্বাচন কমিশন কে চিঠি দিল কেন্দ্র এই ব্যাপারে। সেই চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রক লিখেছেন ৩১৫ বাহিনীকে কোথায় পাঠানো হবে তার দ্রুত বলা হোক। না হলে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের জন্য যথ সময় কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো সম্ভব হবে না।
রবিবার অর্থাৎ ২৫ শে জুন দিল্লির নট ব্লকের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই চিঠি পাঠানো হয় সেই চিঠিতে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পঞ্চায়েত ভোটের জন্য জেলাভিত্তিক বাহিনী পাঠানো এখনো চূড়ান্ত হয়নি। তাই রাজ্য কমিশনের অনুরোধ, কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তাই তারা কোন স্টেশনে নামবেন, কোথায় থাকবেন তা নিয়ে দ্রুত একটা সিদ্ধান্ত দিতে বলা হয়েছে। আর তা না হলে এই ৩১৫ কেন্দ্রীয় কোম্পানি বাহিনীকে যথা সময়ে মোতায়ন করা যাবে না।
উল্লেখ্য পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের জন্য কড়া নিরাপত্তা জারি করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের পঞ্চায়েত ভোটের জন্য অন্তত ৮০০ কোম্পানি বাহিনীকে মোতায়েন করার কথা বলা হয়েছে। তবে রাজ্য কেন্দ্রের কাছে ৮২২ কোম্পানি কেন্দ্র বাহিনী চেয়ে পাঠিয়েছিল। ইতিমধ্যে ২২ টা কোম্পানি রাজের বিভিন্ন জেলায় এসে পড়েছে কেন্দ্রীয় তরফ থেকে ৩১৫ জনকে মোতায়ন করা নির্দেশ দেওয়া হয়েছে।