জলদি বছরের ফেব্রুয়ারি মাসে কিয়ার আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রা গাঁটছড়া বেঁধেছেন। রাজস্থানের জয়সালমীরের সূর্য কর প্রাসাদে চার হাত এক হয়েছিল। বিয়ের পরে দিল্লিতে শ্বশুরবাড়ি কাটিয়েছেন কয়েকটা দিন। যদিও বিয়ের পরে মধুচন্দ্রিমা যাওয়ার মতন সময় হয়নি সিট ও পিয়ারা দুজনেরই কারণ কিয়ারার সামনে মুক্তি পেতে চলেছে সদ্য প্রেম কি কথা ও সিদ্ধার্থের হাতেও রয়েছে একগুচ্ছ কাজ।
সম্প্রতি কিয়ারা এবং কার্তিক তাদের ছবি সত্য প্রেম কি কথার সম্প্রচারে গিয়েছিলেন জয়পুরে। আর জয়পুরের কিছু ছবি সামনে আসছে শুরু হয় জল্পনা অভিনেত্রী কে নিয়ে। তিনি নাকি অন্তঃসত্ত্বা। জয়পুরে ছবির প্রচারের জন্য অভিনেত্রীর পরনে ছিল ব্রালেট এবং তার ওপরে জয়পুরি কাজ করা ব্লেজার এবং প্যান্ট। আর সেখানেই দেখা যাচ্ছে বেবি পাম্পের ছবি অনেকেই মনে করছে দেখা যাচ্ছে। অভিনেত্রী বেবি পা বাবা অনেকে বলছেন মোটেই বেবি পাম্প দেখা যাচ্ছে না।
চার মাস হবে বিয়ে হয়েছে সিদ্ধার্থ এবং কিয়ারার আপাতত তারা প্রেমে মশগুল। সম্প্রতি অভিনেত্রী তাদের দাম্পত্য জীবনের কথা এক সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন।